ভারতীয় সিনেমার গৌরবময় ইতিহাসে যোগ হতে চলেছে নতুন পালক। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করে রাখা মালায়ালাম সুপারস্টার মোহনলাল পাচ্ছেন ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ৫৩তম দাদাসাহেব ফালকে পুরস্কার। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ ঘোষণায় এরই মধ্যে উচ্ছ্বাসে ভাসছে ভক্তকুল ও চলচ্চিত্রপাড়া।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গত শনিবার (২০ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে দেওয়া ঘোষণায় জানানো হয়, দুই প্রজন্ম ধরে মোহনলালের অভিনয়যাত্রা দর্শককে অনুপ্রাণিত করছে। মালায়ালামসহ তেলেগু, তামিল, কন্নড় ও হিন্দি সিনেমায় সমান দক্ষ অভিনয়ের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে।আগামী ২৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান, সেখানেই মোহনলালকে সম্মাননা দেওয়া হবে। এ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন।চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে আসছেন...