থানায় সাজাপ্রাপ্ত আসামি বিএনপি নেতাকে অনৈতিক সুবিধা দেওয়ায় শরীয়তপুর গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলমকে ক্লোজড করে পরে শরীয়তপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শরীয়তপুর পুলিশ সুপারের কার্যালয়ের একটি আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর হোসেন। গোসাইরহাট থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানা গেছে, সিআর মামলায় এক বছর দুই মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিটন হাওলাদার (৪৮)। ওই মামলায় গত ১৬ সেপ্টেম্বর রাতে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন থানার ওসি মাকসুদ আলম। তবে তাকে অন্য আসামিদের থেকে আলাদাভাবে বিশেষ সুবিধা দিয়ে থানার একটি কক্ষে রাখা হয়। পরের দিন তাকে আদালতে পাঠানো হয়। এ ঘটনার বেশ কিছু ছবি বৃহস্পতিবার...