জানা গেছে, সংঘবদ্ধ একটি চক্র জেলেদের মাধ্যমে সুন্দরবনের নদ-নদী থেকে শামুক-ঝিনুক ধরে তা বিভিন্ন দেশে পাচার করে আসছিল। এদিকে, শামুক নিধনের কারণে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা এ কে এম ফয়জুল হক জানান, সুন্দরবন একটি নির্দিষ্ট এরিয়া। এখানে সবকিছুর সীমাবদ্ধতা আছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে...