সিলেট নগরের যানজট নিরসনে কারণ চিহ্নিত করে এবার বড় ধরনের অভিযানে নামছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে অভিযান শুরু হবে।ফলে রোববার (২১ সেপ্টেম্বর) সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশনা অমান্যকারীকে পড়তে পারেন নিয়মিত মামলার জালে। এসএমপি সূত্রে জানা গেছে, অবৈধ যানবাহন ও ফুটপাত দখলমুক্তে, অনিবন্ধিত গাড়ি চলাচল বন্ধ এবং ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে চলবে এই অভিযান। সেই সঙ্গে এক নাম্বারে চলা একাধিক সিএনজিচালিত অটোরিকশাও ডাম্পিং করা হবে। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ফুটপাত থেকে হকার উচ্ছেদ, অবৈধ সিএনজি, ব্যাটারিচালিত যানবাহন ও চোরাই গাড়ি ধরতে ট্রাফিক, ক্রাইম ইউনিটসহ এসএমপির সব ইউং একসাথে মাঠে নামবে। সেই সঙ্গে দোকানিদের যারা ফুটপাত দখল করে পসরা সাজিয়েছেন কিংবা ভাড়া দিচ্ছেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা...