বাঁশখালীতে বিএনপি নেতাদের নাম ভাঙিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তফা আলী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে পৌরসভা বিএনপির এক সিনিয়র নেতার নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করছেন। অভিযোগ রয়েছে, আওয়ামী শাসনামলে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের ওপর নির্যাতন, ভোট ডাকাতি, জুলাই আন্দোলনে ছাত্রদের দমন-পীড়নে সরাসরি ভূমিকা রেখেছিলেন মোস্তফা আলী। সাবেক এমপি মোস্তাফিজুর রহমান, পৌর মেয়র তোফাইল ও চাম্বল আওয়ামী লীগ নেতা মুজিব চেয়ারম্যানের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। সে সময় পুলিশি হয়রানি, জলদস্যুতা, মাদক ব্যবসা ও চাঁদাবাজির মাধ্যমে রাতারাতি কোটিপতি হয়ে ওঠেন বলেও অভিযোগ রয়েছে। পৌরসভা ছাত্রদল নেতা সফিকুল ইসলাম বলেন, মোস্তফা আলী মুখোশধারী ব্যবসায়ী, আওয়ামী লীগের আমলে বিএনপি-জামায়াতের কর্মীদের ওপর নির্যাতন, মিথ্যা মামলা, মাদক ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। চাম্বল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুজিবুল...