শ্রীলঙ্কাকে রুদ্ধশ্বাস এক লড়াইয়ে হারিয়েছে বাংলাদেশ। এই এক জয়ই বাংলাদেশকে ফাইনালের পথে এগিয়ে দিয়েছে এক ধাপ। বাংলাদেশ দল সে স্বপ্ন তো দেখছেই, এবার স্বপ্নের পরিধিটা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন জয়ের নায়ক সাইফ হাসান। তবে এই জয়টা মোটেও সহজে আসেনি। ১৬৯ রান বাংলাদেশ প্রতিদিন তাড়া করতে পারে না। এরপর যখন শুরুতে উইকেট চলে যায়, তখন কাজটা আরও কঠিনই হয়ে পড়ে। তখন কী পরিকল্পনা ছিল দলের? সাইফ জানান, উইকেট হারানোর পর দলকে রক্ষণাত্মক না হয়ে পাল্টা আক্রমণের পরিকল্পনাই দলকে এগিয়ে দিয়েছিল। সাইফ বলেন, ‘শুরুর পরিকল্পনা ছিল পরিষ্কার, উইকেট পড়লেও যেন খোলসে ঢুকে না যাই। আমরা ঠিক করেছিলাম পাল্টা আক্রমণ চালাব। লিটন দার (লিটন দাস) সঙ্গে আমার যোগাযোগ খুব ভালো ছিল। উনি বুঝতে পারছিলেন সামনে কী আসছে, আর এতে আমাকে অনেক সাহায্য করেছে।’...