ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বোমা হামলায় এখন পর্যন্ত অন্তত ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শুধু গাজা সিটি এলাকাতেই নিহত হয়েছেন অন্তত ৭৬ জন। সূত্রে জানা গেছে, ইসরায়েলি সেনারা গত কয়েক সপ্তাহ ধরে গাজা সিটির পুরো জনগণকে জোরপূর্বক উৎখাতের চেষ্টা চালাচ্ছে। এই সময়ে শহরের তুফাহ পাড়ায় ড্রোন হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। পশ্চিম গাজার শাতি ক্যাম্পে এক হামলায় দুই শিশুসহ অন্তত পাঁচজন প্রাণ হারান। ইসরায়েলি সেনাদের হিসেবে, শুধু গত দুই সপ্তাহে গাজা সিটির অন্তত ২০টি উঁচু ভবন ধ্বংস করা হয়েছে। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে, আগস্টে ইসরায়েলের দখল ও দমন অভিযান ঘোষণার পর থেকে শহরের প্রায় অর্ধেক জনগণ-অর্থাৎ প্রায় ৪ লাখ ৫০ হাজার মানুষ-বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন। আল জাজিরার প্রতিবেদক হিন্দ খৌদারি জানান, ইসরায়েলি বাহিনী উৎখাতের পর পালিয়ে যাওয়া লোকজনের ওপর...