২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৩ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ এএম ফিলিপাইনে ভয়াবহ দুর্নীতির অভিযোগ ফাঁস হওয়ার পর উত্তাল হয়ে উঠছে দেশটির রাজনীতি ও জনজীবন। বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে লুটপাট ও ভুয়া অবকাঠামো নির্মাণের খবর প্রকাশিত হওয়ার পর ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে হাজার হাজার মানুষ রাজপথে নামার প্রস্তুতি নিয়েছে। সংবাদমাধ্যম গামানেটওয়ার্ক জানিয়েছে, আজ রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানী ম্যানিলা ও অন্যান্য বড় শহরে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হবে। মূলত বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের নামে অর্থ লুটপাট ও প্রতারণার ঘটনাই এসব আন্দোলনের কেন্দ্রবিন্দু। ফিলিপাইনে প্রায়ই ঘূর্ণিঝড় ও বন্যায় হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়। অথচ প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ এবং অবকাঠামোর অনুপস্থিতি জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। ম্যানিলায় দুটি বড় বিক্ষোভ হওয়ার কথা রয়েছে। প্রথমটি সকাল ৯টায় রিজাল পার্কে...