অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বিতর্ক যেন স্বস্তিকার সমার্থক শব্দ। ভক্তরা বলে, তার মত সাহসী অভিনেত্রী আর দ্বিতীয়টি নেই। সোশ্যাল মিডিয়াতে বেশ নিয়ম করেই বাজে শব্দ তার দিকে ধেয়ে আসে। আবার সেই সবের উত্তরও দেন স্বস্তিকা। তন্ময় ঘোষ নামে এক টুইটার ব্যবহারকাঈ স্বস্তিকাকে প্রশ্ন করেন, এক রাতের জন্য কত টাকা...