সরকারের বিরুদ্ধে আবারও ফুঁসে উঠছে এশিয়ার দেশ ফিলিপাইন। দেশটিতে আজ আবারও রাজপথে নামছে বাসিন্দারা। সরকারের দুর্নীতির অভিযোগে উত্তাল হতে যাচ্ছে দেশটি।শনিবার (২০ সেপ্টেম্বর) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মেট্রো ম্যানিলায় রোববার হাজার হাজার মানুষ এক বিশাল বিক্ষোভে অংশ নেবে। সরকারি অর্থায়নে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে গোটা ফিলিপাইনে জনগণের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে। এই বিক্ষোভের নাম দেওয়া হয়েছে ‘ট্রিলিয়ন পেসো মার্চ’, যার মাধ্যমে ২০২৩ সালে জলবায়ু সম্পর্কিত প্রকল্প থেকে প্রায় ১৭ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় এক ট্রিলিয়ন ফিলিপাইন পেসো) আত্মসাতের অভিযোগ তুলে ধরেছে পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস।দ্য গার্ডিয়ান জানিয়েছে, ২১ সেপ্টেম্বরের এই দিনটির রয়েছে ঐতিহাসিক তাৎপর্য। ১৯৭২ সালের এই দিনেই তৎকালীন স্বৈরশাসক ফার্দিনান্দ মারকোস ফিলিপাইনে মার্শাল ল’ জারি করেছিলেন, যা পরবর্তীতে গণআন্দোলনের মাধ্যমে...