অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় একদিনেই আরও ৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার গাজার চিকিৎসকরা জানিয়েছেন, নিহতদের মধ্যে গাজা সিটির বৃহত্তম হাসপাতাল আল-শিফার পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়ার পরিবারের সদস্যরা এবং উত্তর গাজা থেকে পালিয়ে আসা একটি ট্রাকে থাকা চারজনও রয়েছেন। রোববার ২১ সেপ্টেম্বর চিকিৎসকদের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজা সিটি দখলের লক্ষ্যে ইসরায়েলি বাহিনী বিমান ও স্থল অভিযান অব্যাহত রেখেছে। আবাসিক ভবন, স্কুল-আশ্রয়কেন্দ্র, বাস্তুচ্যুতদের তাঁবু এবং গাজা সিটি থেকে পালিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের বহনকারী ট্রাকে হামলা চালানো হয়। এসব হামলায় অন্তত ৭৬ জন নিহত হন। এছাড়া গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় অন্যরা নিহত হন। শনিবার ভোরে ডা. আবু সালমিয়ার বাড়িতে বোমা হামলায় তার ভাই, ভগ্নিপতি এবং তাদের সন্তানসহ কমপক্ষে পাঁচজন...