চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র মজলিস জোট সমর্থিত সর্বজনীন শিক্ষার্থী সংসদ তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়িতে এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়। এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন পেয়েছেন ছাত্র অধিকার পরিষদ চবি শাখার আহ্বায়ক তামজিদ উদ্দিন। সাধারণ সম্পাদক (জিএস) পদে আছেন ইসলামী ছাত্র মজলিস চবি শাখার সভাপতি সাকিব মাহামুদ রুমি এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ছাত্র অধিকার পরিষদ চবি শাখার সাধারণ সম্পাদক মো. রোমান রহমান। অন্যান্য পদে যারা আছেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মো. সবুজ, সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক দেওয়ান রহমান, সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক সিয়াম আল ইহসান, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম...