১৬৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। প্রথম ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে ২ রানে ১ উইকেট। তবে সে ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় ফিল সিমন্সের শিষ্যরা। সাইফ হাসান (৪৫ বলে ৬১ রান) ও তাওহীদ হৃদয়ের (৩৭ বলে ৫৮ রান) ফিফটিতে ভর করে জয়ের খুব কাছে চলে যায় বাংলাদেশ। তবে শেষ ওভারে গিয়ে কিছুটা নাটকীয়তা তৈরি হয়। স্নায়ুচাপ কিছুটা বাড়লেও সেটি সামলে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ফাইনালের আশাও জাগতে থাকে লিটন দাসদের। সামনে থাকা ভারত ও পাকিস্তানের যেকোনো একটি দলকে হারাতে পারলেই ফাইনালে ওঠার পথ পরিষ্কার হতে পারে বাংলাদেশের। অথচ তিন দিন আগেও টুর্নামেন্টে বাংলাদেশের টিকে থাকা নিয়ে অনিশ্চয়তা ছিল। বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বিদায় নেবে, নাকি সুপার...