পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গতকাল শনিবার বলেছেন, পাকিস্তান ও ভারত প্রতিবেশী দেশ। তাই দুই দেশের একসঙ্গে বসবাস করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এখন ভারতের সামনেই সিদ্ধান্ত নেওয়ার সময়, তারা ‘শত্রুতার পথেই হাঁটবে, নাকি ভালো প্রতিবেশী হয়ে উঠবে।’ পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের খবরে বলা হয়েছে, লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে শাহবাজ শরিফ বলেন, ‘ভারতের সঙ্গে যেকোনো আলোচনাই হতে হবে ন্যায্য।’ এ সময় তিনি পাকিস্তানের উন্নয়ন, বৈশ্বিক সংকট এবং সাম্প্রতিক সাফল্যের কথাও উল্লেখ করেন। শাহবাজ শরিফ শ্রোতাদের মনে করিয়ে দেন, পাকিস্তান ও ভারত চারটি যুদ্ধ করেছে। এতে কয়েক শ কোটি ডলার খরচ হয়েছে। তিনি বলেন, ‘সেই টাকা স্কুল, হাসপাতাল, সড়ক নির্মাণ এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ব্যয় করা উচিত ছিল।’ কাশ্মীর সমস্যা সমাধান ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে...