আর মাত্র ছয় দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। এই পূজাকে কেন্দ্র করে ইতোমধ্যেই উৎসবমুখর হয়ে উঠেছে ফুটপাত থেকে শুরু করে শপিংমলগুলো। রাজধানীর কমবেশি সব বিপণিবিতানেই চলছে পূজার কেনাবেচা। পোশাকের দোকানসহ বিভিন্ন মার্কেট ও ফুটপাতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। সরেজমিনে রাজধানীর বসুন্ধরা সিটি, নিউমার্কেট, ধানমন্ডি হকার্স, গাউছিয়া, অরচার্ড পয়েন্ট, ইস্টার্ন প্লাজা, এলিফ্যান্ট রোড, অরচার্ড প্লাজা, রাপা প্লাজা, গ্রেট ওয়ালসহ বেশ কয়েকটি শপিংমলে পূজার জমজমাট বেচাকেনা দেখা গেছে। বিক্রেতারা বলছেন, গতবারের তুলনায় এবার বিক্রি ভালো। তারা জানান, নারীদের কেনাকাটায় জামদানি, কাতান, সিল্ক, সুতি ও তাঁতের শাড়ির চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া এমব্রয়ডারি শাড়ি ও লেহেঙ্গাও পছন্দের তালিকায় রয়েছে। বরাবরের মতো থ্রি পিস ও পাঞ্জাবির চাহিদাও রয়েছে। পুরান ঢাকার গ্রেট ওয়াল শপিংমলে পূজার কেনাকাটা করতে আসা অর্পনা রানী বিশ্বাস বাংলা...