ম্যানচেস্টার ইউনাইটেড অবশেষে স্বস্তির দেখা পেলো। ওল্ড ট্র্যাফোর্ডে চেলসিকে ২-১ গোলে হারিয়ে চাপ কিছুটা কমালো কোচ রুবেন আমোরিমের দল। প্রিমিয়ার লিগে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথমার্ধেই দুই লাল কার্ডে দুই দল একজন করে খেলোয়াড় হারিয়ে বসে। খেলার শুরুতেই বিপাকে পড়ে চেলসি। ইউনাইটেড ফরোয়ার্ড ব্রায়ান এমবেমোকে ফাউল করে ম্যাচের মাত্র পঞ্চম মিনিটে লাল কার্ড দেখেন গোলকিপার রবার্ট সানচেজ। সুবিধা কাজে লাগাতে দেরি করেনি স্বাগতিকরা। ১৪ মিনিটেই ব্রুনো ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় ম্যানইউ। ৩৭ মিনিটে হ্যারি মাগুইয়ের কর্নার থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো। যদিও ব্রাজিলিয়ান মিডফিল্ডারই কিছুক্ষণ পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন, ফলে দুই দলই সমান সংখ্যায় নেমে আসে। প্রথমার্ধে লাল কার্ডের পরই মূলত কোণঠাসা হয়ে পড়ে চেলসি। কোচ এনজো মায়ের্সা বাধ্য হয়ে এস্তেভাও ও পেদ্রো নেতোকে তুলে নেন। নেতো...