এশিয়া কাপে সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ে শুরু করেছে বাংলাদেশ। যার কারিগর ছিলেন সাইফ হাসান। দলকে এগিয়ে নিতে খেলেছেন ঝড়ো এক হাফ-সেঞ্চুরি। ম্যাচ শেষে সাইফ জানিয়েছেন, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের ফাইনালে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী পুরো দল। অথচ এশিয়া কাপে গ্রুপপর্ব থেকেই বিদায়ের শঙ্কায় ছিল তারা। দ্বিতীয় পর্বে জ্বলে ওঠে ব্যাট হাতে। লঙ্কানদের বিপক্ষে চার উইকেটের জয়ে তারা এখন ফাইনালে খেলার স্বপ্নও দেখছে। আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর যথাক্রমে ভারত ও পাকিস্তানের বিপক্ষে নামবে টাইগাররা। সমান তালে খেলতে পারলেই ফাইনালে পৌঁছানোর পথ আরও সুগম হবে। সাইফের মতে, ‘হ্যাঁ, অবশ্যই আমরা ফাইনালে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী।’ ওপেনিংয়ে নেমে ৪৫ বলে ৬১ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়া সাইফ জানিয়েছেন, ‘এখানে আসার আগেই সবার বিশ্বাস ছিল আমরা ফাইনাল খেলবো। এখন আমরা এক ধাপ এগিয়ে...