নারায়ণগঞ্জে দখল থেকে উদ্ধার হলো ৬০ কোটি টাকার জমিনড়াইলে দু’গ্রামের সংঘর্ষে আহত ২৫কলাবাগানে স্ত্রীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক কিন্তু এরপরও দখল অব্যাহত রাখার চেষ্টা করছিল বনদস্যুরা। দখল পাকা করতে অস্থায়ী স্থাপনা, ফলজ চারা রোপনসহ নানা কাণ্ড ঘটায় তারা। খবর পেয়ে শনিবার (২০ সেপ্টেম্বর) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ডিএফওর দিকনির্দেশনায়, কক্সবাজার সদর সহকারী বন সংরক্ষকের তত্ত্বাবধায়নে ও রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে কক্সবাজার রেঞ্জের চাইন্দা, কলাতলী, কস্তুরাঘাট, লিংকরোড বিট কাম চেক স্টেশনের স্টাফ ও সিপিজি সদস্যরা দখল উচ্ছেদে অভিযান চালায়। অভিযানে সদ্য রোপিত সুপারি চারা, নির্মাণাধীন অস্থায়ী পোল্ট্রি ফার্ম, পানের বরজসহ আশেপাশের সকল ঘেরাবেড়া উচ্ছেদ করা হয়। অভিযানে আনুমানিক সাড়ে ৫ একর জায়গা উদ্ধার করা হয়। কক্সবাজার সদর রেঞ্জ...