রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে লড়ছেন একমাত্র নারী ভিপি প্রার্থীতাসিন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। আসন্ন রাকসু নির্বাচন সামনে রেখে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন এই প্রার্থী। সাক্ষাৎকার নিয়েছেন রাজশাহী প্রতিনিধিসাখাওয়াত হোসেন। জাগো নিউজ: নারী প্রার্থী হিসেবে নির্বাচনে কেমন সাড়া পাচ্ছেন? তাসিন খান:নির্বাচন করছি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে, নারী হিসেবে না। রাকসু নির্বাচনের ৬৩ বছরের ইতিহাসে আমিই প্রথম নারী প্রার্থী। এটিতে সাড়া পড়েছে নির্বাচনে। আমার বন্ধুবান্ধব, বড় ভাই-ছোট ভাইদের কাছ থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি। তাদের অনুপ্রেরণায় আমার এগিয়ে যাওয়া। তাসিন খান:নির্বাচনে নারীদের অংশগ্রহণ খুবই হতাশাজনক। এর কারণ হচ্ছে, প্রশাসন বারবার বলেছিল তারা নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো পদক্ষেপ...