ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় মাত্র ২৪ ঘণ্টায় আরও ৯১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে শিফা হাসপাতালের পরিচালক ড. মোহাম্মদ আবু সালমিয়ার পরিবারের সদস্য এবং গাজা সিটি থেকে পালানোর সময় বোমার আঘাতে নিহত চারজনও রয়েছেন। খবর আল জাজিরা। গাজার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, শনিবার দিনভর ইসরায়েলি হামলায় নিহতদের বেশিরভাগই ছিলেন সাধারণ মানুষ। আকাশ ও স্থলপথে পরিচালিত এসব হামলায় ধ্বংস হয়েছে আবাসিক ভবন, স্কুলে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষদের কেন্দ্র, তাঁবু ও পালিয়ে আসা ট্রাকযাত্রী। এসব হামলায় অন্তত ৭৬ জন নিহত হয়েছেন। দিনের শুরুতে আল-শিফা হাসপাতালের পরিচালক ড. আবু সালমিয়ার পারিবারিক বাড়ি ধ্বংস হয় ইসরায়েলি বোমায়। এতে তার ভাই, ভাবি ও সন্তানসহ অন্তত পাঁচজন নিহত হন। শোকাহত আবু সালমিয়া বলেন, “আমি জরুরি বিভাগে দায়িত্ব পালন করছিলাম, হঠাৎ আমার ভাই ও...