ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগে চলতি বছরের প্রথম সাত মাসে মামলা হয়েছে এক হাজারের বেশি। এসব মামলায় গ্রেপ্তার হয়েছে অন্তত সাড়ে ৬ হাজার জন। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগই মোহাম্মদপুরের। তথ্য বলছে, জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়াচ্ছে অপরাধীরা। পুলিশের দুর্বল চার্জশিটের কারণেই আসামিরা সহজেই জামিন পাচ্ছে, মত আইন বিশেষজ্ঞদের। আর পুলিশ বলছে, ভাসমান অপরাধীরাই ওই এলাকায় বেশি অপরাধ ঘটাচ্ছে। ছিনতাই-চুরি রাজধানীর মোহাম্মদপুরের নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অপরাধ দমনে বিশেষ অভিযানও চালাচ্ছে যৌথ বাহিনী। পরিসংখ্যান বলছে, গত ৭ মাসে তেজগাঁও বিভাগের ৬ থানায় মামলা হয়েছে ১ হাজার ৭৩৮টি। আর গ্রেপ্তার হয়েছেন ৬ হাজার ৪৫২ জন। এর মধ্যে শুধু মোহাম্মদপুর থানায়ই গ্রেপ্তার হয় ২ হাজার ৮৪২ জন। তথ্য বলছে, আসামিরা জামিনে বের হয়ে আবারও একই ধরনের অপরাধে জড়াচ্ছে। আইনজীবীরা বলছে, পুলিশের...