বিএনপিসহ অন্যান্য দল অন্তর্বর্তী সরকারে থাকলেও সব ব্যর্থতার দায়ভার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ওপরই চাপানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তা’ আয়োজিত তৃতীয় সংলাপে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, বর্তমানে দেশের রাজনীতি মিডিয়া, ব্যবসায়ী ও মাফিয়া চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে। জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব হারিয়ে রাজনৈতিক দলগুলো এখন কিছু গোষ্ঠীর কাছে জবাবদিহি করছে। এই ধারায় চলতে থাকলে গণতন্ত্র কখনোই শক্তিশালী হতে পারবে না। তিনি আরও বলেন, রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকতে হবে। মানুষ এনসিপির কাছে নতুন কিছু আশা করছে। আমাদের সীমাবদ্ধতা রয়েছে, তবে আমরা তা পর্যালোচনা করি, ভুল স্বীকার করি। আপনারা গঠনমূলক পরামর্শ দিলে আমরা তা...