শনিবার একদিনেই ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতদের মধ্যে এক খ্যাতনামা চিকিৎসকের পরিবারের সদস্যরাও রয়েছেন। ইসরায়েলি বাহিনী অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে গাজার সবচেয়ে বড় শহর গাজা সিটি দখল করার চেষ্টা করছে এবং সেখানকার মানুষদের জোর করে দক্ষিণের ঘনবসতিপূর্ণ এলাকায় ঠেলে দিচ্ছে। ইসরায়েলি বাহিনী আবাসিক বাড়ি, আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া স্কুল, বাস্তুচ্যুত মানুষের তাঁবু এবং সামরিক নির্দেশে শহর ছাড়ার চেষ্টা করা লোকদের বহনকারী একটি ট্রাকেও বোমা বর্ষণ করেছে। এসব হামলায় অন্তত ৭৬ জন নিহত হন। শনিবার ভোরে গাজা সিটির সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়ার পারিবারিক বাড়িতে হামলা চালানো হয়। এতে অন্তত পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন আবু সালমিয়ার ভাই, ভাবি ও তাদের সন্তানরা। হাসপাতালটির জরুরি বিভাগে কর্মরত আবু সালমিয়া...