ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১০১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এবার ভূমিধস জয় পেয়েছে ছাত্রশিবির। ভিপি, জিএস, এজিএসসহ কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের মধ্যে ২৩টিতেই জিতেছে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। শিবিরের এমন অভাবনীয় জয় আলোড়ন সৃষ্টি করেছে। এদিকে, ইসলামী ভাবধারার সংগঠন শিবির ইস্যুতে নারীদের পোশাকের স্বাধীনতার বিষয়টি সবচেয়ে বেশী সামনে আসে। তবে সম্প্রতি নারীদের পোশাকের স্বাধীনতা নিয়ে ডাকসুর নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাদিক কায়েম বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারও পোশাক, ব্যক্তিগত পরিচয়, প্রতীক নিয়ে হেয় করা বা হস্তক্ষেপ করা যাবে না। এমনকি কোনো সিম্বলকে অপরাধী করাও চলবে না। এখানে শিক্ষার্থীর যেমন হিজাব পরার অধিকার আছে, তেমনি নন-হিজাব বা আধুনিক পোশাক পরারও সমান অধিকার রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক ও আদর্শিক বৈচিত্র্য রক্ষায় ছাত্রশিবির...