মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে সম্প্রতি একটি গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগটি শুনলে যেকোনো অভিভাবকই শঙ্কিত ও হতভম্ব হয়ে পড়তে পারেন। ইংল্যান্ডের এক ৩৭ বছর বয়সী পুরুষ ইনস্টাগ্রাম ব্যবহারকারী অভিযোগ করেছেন, তার ফিডে মেটা বারবার এমন কিছু পোস্ট তুলে ধরেছে যেগুলোতে স্কুল ড্রেস পরা অল্প বয়সী মেয়েদের ছবি ব্যবহার করা হয়েছে। ছবিগুলোর সঙ্গে যুক্ত ছিল মেটার নতুন প্ল্যাটফর্ম “থ্রেডস” ব্যবহারে উৎসাহিত করার আহ্বান। তার মতে, এই ছবিগুলো তাকে উদ্দেশ্য করেই পাঠানো হয়েছে, যেখানে প্রায় প্রতিটি ছবিতেই মেয়েদের মুখ ও নাম স্পষ্ট দেখা যাচ্ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর অনেক অভিভাবক ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন, এটি শুধু অবাঞ্ছিত নয়, বরং শিশুদের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। তাদের মতে, এই কাজটি একরকম অশালীন ইঙ্গিত বহন করে এবং শিশুদের ছবি ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করাটা কোনোভাবেই...