নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সরশুনা এবং কামারগ্রামের বাসিন্দাদের মধ্যে এই ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের প্রতিবেশী দুই গ্রাম সরশুনা ও কামারগ্রামের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে আগেও একাধিকবার সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন। স্থানীয়রা ও আহতদের স্বজনরা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বাকিদের মধ্যে...