নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দারাজ বাংলাদেশ লিমিটেড। গতকাল ১৯ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। যোগ্যতাকমপক্ষে ১৮ বছরঅবশ্যই জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন থাকতে হবে।জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন অনুযায়ী আবেদনকারীর বয়স অবশ্যই আঠেরো বছর বা তার বেশি হতে হবে। সাইকেল/মোটর বাইকের মাধ্যমে কাষ্টমারের ঠিকানায় পন্য ডেলিভারি করা এবং পন্যের মূল্য সংগ্রহ করা।হোম ডেলিভারি পরিসেবার জন্য প্রস্তুত থাকা।কাস্টমারের তথ্য, বিক্রয় তথ্য, অন্যান্য অনুমোদন রিপোর্ট অফিসে সময় মত পাঠানো।বিভিন্ন ইস্যু সুপারভাইজারকে রিপোর্ট করা।নির্দিষ্ট ঠিকানা থেকে পণ্য সংগ্রহ করে অফিসে নিয়ে আসা।ব্যবস্থাপনা দ্বারা নির্ধারিত অন্যান্য প্রাসঙ্গিক কাজ করা। প্রতি মাসে ১৫,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগপার্সেল প্রতি কমিশন ১৮ টাকা থেকে ৩০ টাকাহাজিরা বোনাস ৪,০০০ টাকা উৎসব ভাতাকাস্টমারদের ফোন করার জন্য অফিস থেকে সিম দেওয়া হয়দুর্ঘটনা জনিত চিকিৎসা সুবিধাজীবন...