পূর্ব ঘোষণা অনুযায়ী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিতে পারেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলের দিকে এ সংক্রান্ত বিবৃতি প্রকাশ করতে পারে স্টারমার প্রশাসন। খবর বিবিসির।আরো পড়ুন:প্রধান উপদেষ্টা নিউইয়র্ক যাচ্ছেন রবিবারইসরায়েলকে আরো ৬৪০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে আরো ৬৪০ কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে গত জুলাইয়ে যুক্তরাজ্য জানিয়েছিল, আগামী সেপ্টেম্বর মাসে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। জুলাইয়ে স্টারমার জানিয়েছিলেন, সেপ্টেম্বর পর্যন্ত যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি এবং দুই-রাষ্ট্র সমাধানের পথে টেকসই শান্তিচুক্তির জন্য যথাযথ পদক্ষেপ না নেয়, তবে যুক্তরাজ্য তার অবস্থান পরিবর্তন করবে। যুক্তরাজ্য ছাড়াও ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল ও লুক্সেমবার্গ। সেই অনুযায়ী দেশগুলো প্রস্তুতি নিচ্ছে। সরকারি সূত্র বলছে, গত কয়েক সপ্তাহে...