NielsenIQ- এর রিপোর্ট এর তথ্য, ‘জেনারেশন জেড বা জেন জি প্রজন্ম হবে ইতিহাসের সবচেয়ে ধনী এবং সর্বোচ্চ ব্যয়কারী প্রজন্ম। ২০৩০ সালের মধ্যে, তাদের মোট ব্যয় ১২.৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। এই প্রজন্ম বিশ্বব্যাপী ব্যয়ের ১৮.৭% নিজেদের দখলে রাখবে এবং ভোক্তাদের পছন্দ পুনর্গঠন করবে। এই প্রজন্ম যা কিছু পছন্দ করবে তা বিশ্ববাজারকে নতুন রূপে সাজাবে বলে ধারণা করা হচ্ছে।’ বিশেষজ্ঞরা বলছেন, ‘‘আপনি একজন বিনিয়োগকারী, ব্যবসার মালিক, শিক্ষক বা নীতিনির্ধারক, যে-ই হোন না কেন, ভবিষ্যতে কী অপেক্ষা করছে তা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ বোঝার ক্ষেত্রে জেন জেড-প্রজন্ম এগিয়ে তারা মানসিকভাবে প্রস্তুত পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য।’’আরো পড়ুন:পদ্মবীজ থেকে যেভাবে তৈরি হয় মাখানা‘ফ্রেগ্র্যান্স লেয়ারিং’-এ মজেছে তরুণ-তরুণীরা কারা জেন জি১৯৯৭ থেকে ২০১২ সালের ভেতর যাদের জন্ম, তাদেরকে বলা হচ্ছে জেন-জি বা জেনারেশন জেড।এই প্রজন্মের...