পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রাশিয়ান নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম কারপোভ কিরিল (২৬)। তিনি প্রকল্পের ইস্ক্যেম কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করতেন। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ সংলগ্ন জিগাতলা রোডের ইস্ক্যেম কোম্পানির একটি আবাসিক ভবনের পঞ্চম তলার ৫০৪ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রূপপুর পারমাণবিক কেন্দ্রের চিকিৎসক মিকাইলের বরাত দিয়ে ঈশ্বরদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, কিরিল দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে (ডিপ্রেশন) ভুগছিলেন এবং সম্প্রতি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার চিকিৎসা করানো হয়েছিল। খবর পেয়ে ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। এ সময়...