মেজর লিগ সকারে ঘরের মাঠে মেসির জোড়া গোল ও অ্যাসিস্টে ইন্টার মায়ামি ৩-২ গোলে হারিয়েছে ডিসি ইউনাইটেডকে। আজ বাংলাদেশ সময় সকালে হওয়া মায়ামির ম্যাচটি ছিল মেসিময়। হ্যাটট্রিকের সুযোগ ছিল আর্জেন্টাইন মহাতারকার সামনে। ৮৮ মিনিটে তার শট ডিসির গোলকিপার রুখে দেওয়ায় আর হয়নি। ম্যাচের ৩৫ মিনিটে মাঝমাঠ থেকে মেসির লম্বা করে বাড়ানো থ্রু বল ধরে সামনে এগিয়ে গোল করেন তাদেও এলেনদে। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। ৫২ মিনিটে ক্রিস্টিয়ান বেনটেক হেডে গোল করে ডিসিকে সমতায় ফেরান। ২০২৪ সালে এই তারকা এমএলএসের গোল্ডেন বুট পেয়েছিলেন, এবার পেলেন মৌসুমের নবম ও সবমিলিয়ে ৪৭তম গোল। আগে দুবার মেসির শট রুখে দিলেও ৬৬ মিনিটে আর পারেননি ডিসির গোলকিপার। জর্দি আলবার পাস বক্সে পেয়ে গোল করেন মেসি। ৬৯ মিনিটে আর্জেন্টিনার মাতেও সিলবেত্তিকে বক্সে ফাউল...