২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৫ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৬ এএম বেশ কয়েকদিন ধরে গণঅধিকার পরিষদের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একীভূত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মধ্যে, ‘একীভূত হওয়ার ব্যাপারে এখনো পর্যন্ত উভয় দলের নেতৃস্থানীয়দের মধ্যে পজিটিভ (ইতিবাচক) দৃষ্টিভঙ্গি বিরাজ করছে’ বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ বিষয়ে তিনি বলেছেন, তরুণরা ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। যদি কিন্তু ছাড়াই ঐক্যবদ্ধভাবে পথচলার নবযাত্রা শুরু হলে এই দেশের রাজনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। শনিবার (২০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ বিষয়ে জানান। ফেসবুকে রাশেদ খাঁন লেখেন, তরুণরা ঐক্যবদ্ধ হওয়ার আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে। যদি কিন্তু ছাড়াই ঐক্যবদ্ধভাবে পথচলার নবযাত্রা শুরু হলে এই দেশের রাজনীতিতে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। যেহেতু...