শ্রীলঙ্কার কাছে হারের পর এশিয়া কাপ থেকে বিদায়ঘণ্টা বাজে আফগানিস্তানের। তারও আগে টাইগারদের কাছে পরাজয়ের তিক্ত স্বাদ পায় আফগানরা। টানা দুই হারে এশিয়া কাপ থেকে ছিটকে পড়ার পর আসন্ন বাংলাদেশ সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।এশিয়া কাপ শেষে আরব আমিরাতেই আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের করে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। দুই ফরম্যাটের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে আফগানরা। ঘোষিত টি-টোয়েন্টি ও ওয়ানডে দলের কোনোটিতেই জায়গা হয়নি বাঁহাতি পেসার ফজলহক ফারুকি এবং দুই অলরাউন্ডার গুলবাদিন নাইব ও করিম জানাতের।অভিষেক ম্যাচ খেলার অপেক্ষায় থাকা ওয়াফিলউল্লাহ তারাখিল দলে ডাক পেয়েছেন। এ ছাড়া দুই ফরম্যাটের দলেই জায়গা পেয়েছেন বশির আহমদ ও আবদুল্লাহ আহমদজাই।আগামী ২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৩ ও ৫ অক্টোবর। আর ওয়ানডে শুরু...