যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি রোববার ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। বিষয়টি ব্রিটিশ পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রোববার ২১ সেপ্টেম্বর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। কিয়ার স্টারমার এর আগে জুলাই মাসে জানিয়েছিলেন, যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত না হয় এবং টেকসই দ্বি-রাষ্ট্র সমাধানের পথে অঙ্গীকার না করে, তবে সেপ্টেম্বরেই যুক্তরাজ্য তার অবস্থান পরিবর্তন করবে। এই পদক্ষেপকে স্বাগত জানালেও এর তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার, জিম্মি পরিবারের সদস্যরা এবং কিছু ব্রিটিশ রক্ষণশীল রাজনীতিবিদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু একে সন্ত্রাসকে পুরস্কৃত করা বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, কমনওয়েলথের প্রধান রাব্বি স্যার ইফ্রাইম মিরভিস যুক্তরাজ্য সরকারকে সিদ্ধান্ত স্থগিত করার আহ্বান জানিয়ে বলেছেন, এটি এমনকি জিম্মিদের মুক্তির সঙ্গেও শর্তযুক্ত নয়। সরকারি সূত্রগুলো...