রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘পোষ্য কোটা’ ইস্যুকে কেন্দ্র করে চলমান ছাত্র আন্দোলনের মুখে অবশেষে এক ধাপ পিছু হটেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাত পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে জানানো হয়, ‘প্রাতিষ্ঠানিক সুবিধা’ নিয়ে ভর্তি কার্যক্রম আপাতত স্থগিত করা হয়েছে। সেই সঙ্গে আগামীকাল রোববার, ২১ সেপ্টেম্বর, এই বিষয়ে জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে বলেও জানানো হয়। এই ঘোষণার সময় উপাচার্যের বাসভবনের সামনের ফটকে কয়েক হাজার শিক্ষার্থী অবস্থান করছিলেন। তারা দুটি প্রধান দাবিতে স্লোগান দিচ্ছিলেন—‘পোষ্য কোটা’র প্রজ্ঞাপন বাতিল এবং নির্ধারিত সময়েই রাকসু নির্বাচন আয়োজন। ঘোষণার পর অনেক শিক্ষার্থী হলে ফিরে গেলেও, কিছু অংশ বলছে—স্থগিত নয়, তারা চায় কোটা বাতিল হোক। ফলে আন্দোলন এখানেই থেমে যাবে কিনা, তা স্পষ্ট নয়। সম্প্রতি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে দাবি ওঠে পোষ্য কোটা পুনর্বহালের। তারা হুঁশিয়ারি...