মেজর লিগ সকারে (এমএলএস) আজ ডিসি ইউনাইটেডের মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি। ম্যাচে ৩-২ ব্যবধানে জয় পেয়েছে ফ্লোরিডার ক্লাবটি। মায়ামির জয়ে বড় ভূমিকা রাখতে পারেন কে? এমন প্রশ্নে কোনো ধরনের যদি-কিন্তু ছাড়াই লিওনেল মেসির নামটাই সবার আগে মাথায় আসবে! অনুমিতভাবে আজও আর্জেন্টাইন অধিনায়কের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে ম্যাচ জিতেছে হাভিয়ের মাশ্চেরানোর দল। মায়ামির তিনটি গোলেই অবদান রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক। জোড়া গোল করার পাশাপাশি তাদেও আলেনদেকে দিয়ে আরেকটি গোল করেছেন মেসি। আরও একটি গোলের পাশে থাকতে পারত ৩৮ বছর বয়সী এ মহাতারকার নাম। কিন্তু নিজে পেনাল্টি না নিয়ে সতীর্থ মাতেও সিলভেত্তিকে শট নেওয়ার সুযোগ দেন মেসি। তবে সে শটটি জালে পাঠাতে পারেননি আর্জেন্টাইন তরুণ রাইটউইঙ্গার। তাতে মেসিময় ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয়ে নিয়েই মাঠ ছাড়তে হয় মায়ামিকে। ম্যাচে মায়ামি প্রথম গোলের...