বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, আগামীতে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারী উদ্যোক্তাদের বিশেষ ঋণ দিয়ে স্বাবলম্বী করে তোলা হবে। শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে ঢাকা-৮ সংসদীয় আসনের সব শ্রেণি-পেশার মানুষের উন্নয়ন ভাবনা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হেলাল উদ্দিন বলেন, দেশকে এগিয়ে নিতে হলে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বেকারত্বের কারণে সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধি পায়। সেজন্য বেকারত্ব দূর করতে পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। অতীতের কোনো সরকার দেশের সার্বিক উন্নয়নে মনোযোগী হয়নি। তারা নিজেদের উন্নয়নের চিন্তায় মশগুল ছিল। দুর্নীতি, স্বজনপ্রীতি, বিদেশে অর্থপাচার করাই ছিল অতীতের...