প্রায় ২০ বছর ধরে অকার্যকর থাকা বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে জেইসির বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৬ ও ২৭ অক্টোবর ঢাকায় দুই দিনব্যাপী এ বৈঠক হবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব। এতে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি যোগাযোগ বাড়ানোর বিষয়ে জোর দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানাগেছে। ইআরডি কর্মকর্তারা বলেন, জেইসির আওতায় বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। দ্বিপক্ষীয় অর্থনৈতিক স্বার্থ বজায় রেখে লাভজনক কৌশল প্রণয়ন এবং বাস্তবায়নের উদ্যোগ থাকে এতে। এর মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতার নতুন খাত চিহ্নিত করার পাশাপাশি বিদ্যমান বাণিজ্য বাধা দূর করা যায়।...