রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীবের নির্বাহী আদেশে পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিতের ঘোষণায় মন গলেনি শিক্ষার্থীদের। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতের মধ্যেই জরুরি সিন্ডিকেট সভা ডেকে পোষ্য কোটা স্থায়ীভাবে বাতিল না করা পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (শনিবার রাত ৩টা) উপাচার্যের বাসভবনের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এর আগে, এদিন রাত পৌনে ২টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে উপস্থিত হয়ে উপাচার্য বলেন, ‘আমি আমার নির্বাহী আদেশে প্রাতিষ্ঠানিক সুবিধায় (পোষ্য কোটা) ভর্তি কার্যক্রম স্থগিত করেছি। আগামীকাল জরুরি সিন্ডিকেট সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’ তবে উপাচার্যের এ ঘোষণাকে তাৎক্ষণিক প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা। রাতের মধ্যেই জরুরি সিন্ডিকেট ডেকে পোষ্য কোটা স্থায়ীভাবে বাতিলের দাবিতে আন্দোলন চলমান রেখেছেন তারা। জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়...