বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় বৃহত্তর বলয় গড়ে তোলার ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বিএমএ মিলনায়তনে ত্রয়োদশ কংগ্রেসের দ্বিতীয় দিনের কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় কমিটির রিপোর্ট উপস্থাপন করে এই ডাক দেন দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। রিপোর্ট তুলে ধরে রুহিন হোসেন প্রিন্স বলেন, “শোষণ-বৈষম্যমুক্ত সমাজ গড়তে বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা আমাদের প্রধান কাজ। বাম প্রগতিশীল অবস্থান সুনির্দিষ্ট করে, ব্যবস্থা বদলের সুনির্দিষ্ট কর্মসূচি নিয়ে বিকল্প শক্তি-সমাবেশ গড়ে তুলতে হবে। এজন্য বাম গণতান্ত্রিক জোটের বাইরে অপরাপর বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার সংগঠন ও ব্যক্তিবর্গকে নিয়ে বৃহত্তর শক্তি-সমাবেশ গড়ে তুলতে পার্টি তার প্রচেষ্টা অব্যাহত রাখবে। মানুষ বামপন্থি বিকল্প শক্তি-সমাবেশের প্রতি যাতে আরো আস্থাভাজন হয়ে উঠতে পারে, সেজন্য আমাদের দৃশ্যমান কার্যক্রম, আন্দোলন-সংগ্রাম জোরদার করতে হবে।” ‘সমাজ বদলের লক্ষ্যে...