২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৯ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ এএম ফিলিস্তিন প্রশ্নে বড় ধরনের নীতি পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যুক্তরাজ্য। দীর্ঘদিন ধরে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে অবস্থান জানালেও এবার দেশটি সরাসরি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পথে এগোচ্ছে। এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের কূটনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলের দিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রশাসন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করতে পারে। গত জুলাইয়ে স্টারমার প্রশাসন ঘোষণা দিয়েছিল যে, সেপ্টেম্বরেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। যুক্তরাজ্যের শর্ত ছিল— ইসরায়েল যদি গাজার যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং দীর্ঘমেয়াদে টেকসই শান্তি নিশ্চিত করতে দ্বিরাষ্ট্রভিত্তিক চুক্তিতে না আসে, তাহলে লন্ডন নিজেদের অবস্থান বদলাতে বাধ্য হবে। সেই শর্ত পূরণ না হওয়ায় আজই ঘোষণা আসতে পারে।...