ফসলের মাঠে উঁকি দিচ্ছে নতুন বীজের প্রস্ফুটিত চারা। তাতে শিশির বিন্দু ছড়িয়ে দিচ্ছে মৃদু শীতলতা। ভোরে ধোঁয়া ধোঁয়া কুয়াশার স্নিগ্ধতার মাখামাখিতে এখন এক অন্য রকম প্রাকৃতিক পরিবেশ বিরাজ করছে উত্তরের জেলা নীলফামারীতে।কুয়াশামাখা মনোরম পরিবেশ উপভোগ করে উচ্ছ্বসিত হয়েছেন ভোরে ফজরের নামাজের মুসল্লি, হাঁটতে বের হওয়া মানুষ ও কাজে বের হওয়া শ্রমিকরা। এতেই বোঝা যায়, নীলফামারীর বিভিন্ন উপজেলায় উঁকি দিয়েছে শীতের আগমনী বার্তা।রোববার (২১ সেপ্টেম্বর) ভোর থেকে জেলার বিভিন্ন এলাকায় কুয়াশা পড়তে দেখা গেছে। কুয়াশার ছাদরে ঢেকে গেছে গ্রামাঞ্চলের পর্যন্ত বিস্তীর্ণ এলাকা।সকালে গ্রামীণ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘন কুয়াশার কারণে চারপাশে এক ভিন্ন রকম প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি হয়েছে। ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়া মুসল্লি, হাঁটতে বের হওয়া পথচারী ও কাজে যাওয়া শ্রমিকরা কুয়াশামাখা মনোরম পরিবেশ উপভোগ করেছেন। তবে...