ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা আসতে পারে যুক্তরাজ্যের পক্ষ থেকে আজ রবিবার (২১ সেপ্টেম্বর)। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গেছে, কিয়ার স্টারমারের প্রশাসন বিকেলের মধ্যে এ সংক্রান্ত আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করতে পারে। এর আগে গত জুলাইয়ে স্টারমার সরকার জানিয়েছিল, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত তারা নিয়েছে। তখনই জানানো হয়েছিল, এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে সেপ্টেম্বরেই। যুক্তরাজ্যের অবস্থান ছিল- ইসরায়েল যদি গাজায় যুদ্ধবিরতির শর্ত মানতে অস্বীকৃতি জানায় এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে দীর্ঘমেয়াদে টেকসই শান্তির পথে এগোয় না, তবে যুক্তরাজ্য ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পথে হাঁটবে। লন্ডনের এ সিদ্ধান্তে কড়া সমালোচনা এসেছে তেল আবিব থেকে। সমালোচনায় যোগ দিয়েছেন গাজায় আটক ইসরায়েলিদের পরিবার ও একাধিক রক্ষণশীল রাজনীতিক।...