২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ এএম | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ এএম তিন দিনব্যাপী ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ২০২৫-এর পর্দা নামল (২০ সেপ্টেম্বর ২০২৫) আজ। ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত এই মেলা শুরু হয়েছিল ১৮ সেপ্টেম্বর। শনিবার বিকেল সাড়ে ৫টায় এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন, বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশিদ ও ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি. কেইংলেট। প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, এশিয়ান ট্যুরিজম ফেয়ারের তিন দিনব্যাপী এই আয়োজন শুধু একটি মেলা ছিল না—এটি ছিল একটি মঞ্চ, যেখানে বাংলাদেশ ও এশিয়ার দেশগুলোর মধ্যে...