মামলা-হামলাসহ নানা রকম হয়রানিমূলক কর্মকাণ্ডে ব্যবসায়ীরা দেশের বাণিজ্য ও বিনিয়োগে আস্থার সংকটে ভুগছেন। নতুন করে বিনিয়োগ হবে কি, এখন তাঁদের পুঁজি ধরে রাখাই কঠিন হয়ে যাচ্ছে।দেশের ব্যবসায়ীমহল, উদ্যোক্তা ও অভিজ্ঞজনদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে ক্রমে স্থবির হয়ে পড়ছে উৎপাদনমুখী শিল্পের চাকা। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর একের পর এক মামলা, কারখানা ভাঙচুর, দখল, অগ্নিসংযোগ ও শ্রমিক অসন্তোষের ঘটনায় ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল। সেই সময় ব্যবসায়ীদের একটি অংশ দেশ ছাড়তে বাধ্য হয়। তাঁদের বেশির ভাগই এখনো ফেরেননি। তাঁদের শিল্প-কারখানাগুলো যেমন ঝিমিয়ে পড়ছে, তেমনি কর্মীরাও ধুঁকছেন অর্থসংকটসহ নানা সমস্যায়। রাজনৈতিক অনিশ্চয়তায় নতুন করে ব্যবসায়ীদের কেউ দেশ ছাড়তে বাধ্য হচ্ছেন, যা অর্থনীতির জন্য অশনিসংকেত। ব্যবসায়ীরা বলছেন, অস্থিরতার প্রাথমিক ধাক্কা সামলে বেসরকারি খাত ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ফিকে হতে চলেছে।...