দক্ষ বিদেশি কর্মী নিয়োগে বড় সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির এ সিদ্ধান্তে বড় দুশ্চিন্তায় পড়েছেন অভিবাসীরা। তবে এ থেকে স্বস্তির খবর দিয়েছে যুক্তরাষ্ট্র। কাদের জন্য বাড়তি ভিসা ফি কার্যকর হবে তা জানিয়েছে হোয়াইট হাউস।শনিবার (২০ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার জন্য নতুন করে এক লাখ ডলার আবেদন ফি রোববার থেকে কার্যকর হচ্ছে। এই ফি আবেদনকারীকে একবারই পরিশোধ করতে হবে, এটি বাৎসরিক ফি নয়।হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট শনিবার এক্সে এক পোস্টে বলেন, এটি একটি এককালীন ফি, কেবল নতুন আবেদনকারীদের জন্য প্রযোজ্য। যারা এরই মধ্যে বৈধ এইচ-১বি ভিসা পেয়েছেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে আছেন, তাদের এই ফি দিতে হবে না।যুক্তরাষ্ট্রের এক পদক্ষেপেই বড় ধাক্কার মুখোমুখি ভারতএর আগে শুক্রবার কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক জানিয়েছিলেন,...