বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) শুভ মহালয়ার মধ্য দিয়ে। ভোরের আলো ফুটতেই পিতৃপক্ষের সমাপ্তি ঘটেছে, শুরু হয়েছে দেবীপক্ষ। এ ক্ষণ থেকেই পূজার আনুষ্ঠানিকতার দিনগণনা শুরু হলো। শ্রীশ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত। এই ‘চণ্ডী’তে বর্ণিত আছে দেবী দুর্গার সৃষ্টি ও তাঁর মহিমার কাহিনি। ভক্তদের বিশ্বাস, আজকের দিনে দশভুজা দেবী শক্তিরূপে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠান নেবেন। মহালয়া উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে ঘট স্থাপন ও বিশেষ পূজা অনুষ্ঠিত...