ফুলের মালা দিয়ে দলে যোগদানকারীদের বরণ করে নেয় জামায়াতের নেতারা নেত্রকোণা সদর উপজেলার আমতলা ইউনিয়ন বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী ও সমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বিশ্বনাথপুর বাজারে আয়োজিত পথসভায় জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও সাবেক পৌর বিএনপি নেতা সাইদুর রহমানের নেতৃত্বে তারা জামায়াতে ইসলামীতে যোগ দেন। এসময় তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন নেত্রকোণা-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা এনামুল হক। সাইদুর রহমান বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা।আরো পড়ুন:যেকোনো মূল্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেকবিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল যেকোনো মূল্যে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে: তারেক সাইদুর রহমান বলেন, “ছাত্র রাজনীতি থেকে বিএনপির সঙ্গে যুক্ত থাকলেও, মোটা অঙের টাকা দিতে না পারায় দলে মূল্যায়ন পাইনি। এখন ত্যাগীদের বাদ দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে হাইব্রিডদের...