ডিজিটাল যুগে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রই আজ প্রযুক্তিনির্ভর। ডিজিটাল রূপান্তরের যুগে সাইবার নিরাপত্তা প্রতিটি দেশের জন্যই বড় একটি চ্যালেঞ্জ। ব্যাংকিং, ই-কমার্স, শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে সরকারি সেবা সবকিছুই এখন অনলাইনে পরিচালিত হচ্ছে। ফলে ডিজিটাল যুগে তথ্যপ্রযুক্তি আমাদের জীবন ও রাষ্ট্রীয় কার্যক্রমকে যেমন সহজ করেছে, তেমনি এনেছে নতুন ধরনের ঝুঁকি। সেই ঝুঁকির নাম সাইবার অপরাধ। বিশ্বে উন্নত দেশগুলো যেমন জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং কানাডা সাইবার হুমকি মোকাবিলায় দীর্ঘমেয়াদি কৌশল নিয়েছে, তেমনি উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশও ধীরে ধীরে এই যাত্রায় এগোচ্ছে। তবে তুলনামূলকভাবে বাংলাদেশের অবকাঠামো, জনসচেতনতা ও নীতিমালা এখনো অনেক পিছিয়ে। কিন্তু বাংলাদেশে এ খাতটি এখনো চ্যালেঞ্জের মুখে। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্রুত বেড়েছে। কিন্তু সেই সঙ্গে বাড়েনি নিরাপত্তা সচেতনতা। অনেক ব্যবহারকারীই জানেন না কীভাবে নিরাপদে পাসওয়ার্ড ব্যবহার করতে হয়,...