এর আগে, পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে বৃহস্পতিবার রাত থেকে আমরণ অনশনে নামে শিক্ষার্থীরা। এতে অসুস্থ হয়ে পড়েন দুই শিক্ষার্থী। শনিবার অবরুদ্ধ করে রাখা হয় উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসউদ, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান ও জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদারসহ আরও অনেককে। এক পর্যায়ে তাদের সাথে হাতাহাতিতে জড়ান আন্দোলনকারীরা। এতে আহত হন উপ-উপাচার্যসহ শিক্ষার্থীরা। রাত ১ টায় পোষ্য...